গোলাম আজম খান, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্ত সংলগ্ন দরগাহ বিল এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
কক্সবাজার বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল এসএম খায়রুল আলম আজ মংগলবার দুপুরে কক্সবাজার বিজিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে লে কর্নেল খায়রুল আলম জানান আজ মংগলবার ভোর রাতে একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে ঘুমধুম সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সংবাদ ঘুমধুম বিজিবি সীমান্ত ফাঁড়ীর একদল সদস্য অভিযান চালায়। বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন দরগাহ বিল এলাকায় অবস্থান করলে পাচারকারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা এলাকায় তল্লাশি করে বস্তা ভর্তি ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন বিগত ৬ মাসে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের অন্তমূর্খী-বহির্মূখী বিভিন্ন প্রকার সিগারেট, গরু, বাংলাদেশেী সার সিমেন্ট, প্রসাধনী, ঔষধ সামগ্রী, জ্বালানী তেল, হার্ডওয়্যার মালামাল ও রশদ সামগ্রীসহ চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও চোরাকারবারির অভিযোগে ৯৫ জনকে গ্রেফতার করে।
তিনি জানান কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তে জনসচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপার/মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক ও ইয়াবা পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকার জনগণের যে কোন সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
এমআই