স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। ফের টস জিতে ওয়েস্ট আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। বাংলাদেশের একাদশে ফিরেছেন আগের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া জাকের আলী।
সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি বদলই এসেছে বাংলাদেশ একাদশে। জাকের আলীকে জায়গা দিতে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। একাদশ কোনো পরিবর্তন করেনি দলটি।
উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানে জিতে সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিক বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, শেই হোপ, শেরফাইন রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খেরে পিয়েরে, জেডন সিলস।
এমআই