শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়

মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন

শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন

বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটেরর মাধ্যমে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠানিকভাবে ভোট গ্রহন শুরু করে বিকেল ৪টায় একটানা ভোট শেষ হয়। প্রিজাডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।  সাধারণ অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন আলমঙ্গীর বয়াতি ১৭৭, আব্দুল জলিল আকন ১৫৯, মো. জলিল হাওলাদার ১৫৯ এবং মাহফুজ ১৫৭ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছে। এ ছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন, ফেরদৌসি আক্তার ও মোসা: রিনা বেগম প্রতিদন্দীতা করেছেন। এর মধ্যে ১৬০ ভোট পেয়ে রিনা বেগম নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ে অভিভাবক  মোট ভোটার ৪১৭ এর মধ্যে ২৯৭ ভোট কাস্ট হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুছাফকাক্কা মিয়া বলেন, তিনি এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালিন ২০০৬ সালে একবার এ রকম ভোটের মাধ্যমে অভিভাবকরা তাদের সদস্য নির্বাচিত করেছিলেন। পর ১৯ বছর পরে পুনরায় অভিভাকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন।

জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মনিরুল হক ফরাজী এলাকার অভিভাবক হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষ র্দীঘ বছর জাতীয় সংসদ নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারের এক দলীয় শাসন ব্যবস্থায় পরিচালতি হয়েছে গোটা দেশ। বিএনপি এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। নিজের দল থেকে ইতোমধ্যে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ভোটের মাধ্যমে তৃনমুল নেতা নির্বাচিত করেছেন।    
 
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমির রঞ্জন হালদার বলেন, অনেক বছর পরে বিদ্যালয়ের অভিভাবকরা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। এখানে প্যানেলভুক্ত নয়। নির্বাচিতরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকল্পে অভিভাবক প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল