হিলি প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, আমি দোজখে যাবো না বেহেশতে যাবো — এটা আমার আমল বলে দিবে। কোথাও সিল মারলে আমাকে কোন জায়গায় পৌছে দেওয়ার সার্টিফিকেট কেউ দিতে পারবে না। আমরা ধর্মের নামে কেউ যেন অধর্মের কাজ না করি।
তিনি বলেন, ধর্মের নামে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে।
গতকাল বিএনপি থেকে আনুষ্ঠানিক ভাবে দিনাজপুর ৬ আসন থেকে মনোনয়ন পাওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর উপজেলার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত ব্যক্তি। বিএনপি যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পায়, তাহলে তাদের সব দিক থেকে সম্মানিত করা হবে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমআই