ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এবং আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ ও ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।
উপাচার্য বলেন, “এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু ও গবেষণা খাতে কাজের সুযোগ দেবে। এটি বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেবে।”
কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “গবেষণা, দক্ষতা উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। আমরা বিশ্বাস করি—নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে।”
ইসলামিক রিলিফের হেড অব প্রোগ্রাম মো. এনামুল হক সরকার জানান, এই চুক্তির মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ পাবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক রিলিফ বিশ্বের ৪৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ১৯৯১ সাল থেকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, মানবিক সহায়তা ও রোহিঙ্গা শরণার্থী সেবায় কাজ করছে।
এমআই