চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে দীর্ঘদিন ধরে চলমান বগি শনাক্তকরণের বিভ্রান্তি দূর করতে এবং শিক্ষার্থীদের যাতায়াতে স্বচ্ছতা আনতে শাটল ট্রেনের বগিগুলোর নাম দেশের প্রসিদ্ধ জাতীয় নদীগুলোর নামে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব সংগঠন ‘Voice of Students’ এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকাল, ৪ টার দিকে শাটলের প্রতিটি বগিতে একইসাথে নাম তালিকা ও নির্দেশনা বোর্ড স্থাপন করা হয়, যাতে শিক্ষার্থীরা দূর থেকেই তাদের বগি সহজে চিহ্নিত করতে পারেন।
ভয়েস অব স্টুডেন্ট জানায়, "শাটল ট্রেনের কোন বগি কোন পাশে থাকে তা নিয়ে বিভ্রান্তিতে থাকতে হতো শিক্ষার্থীদের। পিক আওয়ারে ভিড় ও বিশৃঙ্খলা বৃদ্ধির কারনে ভোগান্তিতে পড়তে হতো এছাড়া জরুরি সময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে শিক্ষার্থীদের অসুবিধা হতো।"
"শাটলের প্রতিটি বগির নতুন নামকরণ করা হয়েছে দেশের পরিচিত ও ঐতিহাসিক নদীগুলোর নামে। এসব নদী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয়ের অনন্য বহিঃপ্রকাশ।"
“এই নামকরণ শিক্ষার্থীদের যাতায়াতকে আরও স্মার্ট, সংগঠিত ও পরিচ্ছন্ন করবে। একইসাথে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দেশের নদীভিত্তিক ঐতিহ্যকেও গভীরভাবে অনুভব করতে পারবে।”
শিক্ষার্থীরা জানায় "এই উদ্যোগ স্থায়ীভাবে কার্যকর থাকলে শাটল ট্রেন যাত্রায়'' ভোগান্তি কমবে,শৃঙ্খলা বৃদ্ধি পাবে,বগি পরিবর্তন ও দিকনির্দেশনা স্পষ্ট হবে।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রতিনিধিরা বলেন, “শাটল শুধু পরিবহন নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতির অংশ। আমরা বিশ্বাস করি— এই নামকরণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সুগঠিত ও সুশৃঙ্খল করবে।”
একে