শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অঘোষিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রোববার, জুলাই ২৫, ২০২১
অঘোষিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও টস জিতেছে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও তারা নিয়েছে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত। রোববার হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

আগের দুই ম্যাচে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। এই ম্যাচটি তাই অনেকটা অঘোষিত ফাইনালের মতো। 


আগের দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় একাদশে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুমের টি-টোয়েন্টি অভিষেক গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে। 

ইনজুরির কারণে আগের ম্যাচের মতোই একাদশে নেই লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।

এদিকে পরিবর্তন নেই জিম্বাবুয়ের জয়ী একাদশটাই ধরে রেখেছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচের একাদশটাই নিয়ে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ-

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ-

টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল