রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি)অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ-এর উদ্যোগে আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার (১০ নভেম্বর)সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ থেকে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে এসে শেষ হয়। পরে সকাল এগারোটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি তানজিলা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসিসিএ (ACCA)-এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. তারেক কামাল, হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও আইসিএমএবি’র কাউন্সিল মেম্বার এস. এম. জহির উদ্দিন হায়দার, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার এস. কে. মোহাম্মদ তারিকুল ইসলাম, ব্র্যাক-এর হেড অব ইন্টারনাল অডিট প্রশান্ত সাহা, এবং সিমেনস হেলথকেয়ার-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শোভন কৃষ্ণ সাহা।
এছাড়াও অনুষ্ঠানে কনভেনার ও সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআই