সময় জার্নাল ডেস্ক:
অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ বঞ্চিত করলে সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন এনবিইআর চেয়ারম্যান জিও পলিটিক্যাল ইকোনোমিস্ট অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
বৃহসপতিবার (১৩ নভেম্বর) এক বার্তায় অধ্যাপক পারভেজ বলেন, রাজনীতি ও বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ার সাথে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে জড়িত থাকার সুদীর্ঘ সময় এর অভিজ্ঞতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে একজন আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যবেক্ষক। বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষক কে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ বঞ্চিত করলে সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না ।
তিনি বলেন, একটি স্বাধীন দেশে বিশেষ করে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের পর বাক স্বাধীনতার কারণে অনেকে অনেক কথা বলতে পারেন। কোন কোন কথা কন্টেক্সট এর বাহিরেও যেতে পারে। এইরূপ কোন কারণে অধ্যাপক কলিমুল্লাহ কে জেলে পুড়ে রাখা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, আমার জানামতে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এর বিরুদ্ধে কোন জামিন অযোগ্য মামলা নাই। যদি তাই সত্য হয় তাহলে অধ্যাপক কলিমুল্লাহকে জামিনে মুক্তি দেওয়া অত্যন্ত যুক্তিসঙ্গত। অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার মানের নাগরিকদের ব্যাপারে আরো সহিষ্ণ হতে হবে, অন্যথায় অন্তর্বর্তী কালীন সরকার মানুষের বিশ্বাস ও আস্থা হারাতে পারে। বিষয়টি সর্বমহলকে বিশেষ করে ভোটারদের ভেবে দেখার জন্য অনুরোধ রইলো।
এমআই