রাবিপ্রবি প্রতিনিধি:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। ১৭ নভেম্বর (সোমবার) আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী ও দ্যা রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আয়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ঢাকা ক্যানভাস প্রতিনিধি সঞ্চিতা চক্রবর্তী ।
নবগঠিত কমিটির অর্থ সম্পাদক দৈনিক জনতার খবর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আদিত্য চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক সাম্প্রতিক দেশকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাইরুজ মেহেদী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডেইলি বাংলাদেশ আসপেক্ট এর প্রতিনিধি অর্ণব ঘাগ্রা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্যা ডেইলি পাবলিকিয়ান প্রতিনিধি আমাতুল্লাহ ফারাবী ঈশা এবং নির্বাহী সদস্য হিসেবে বাংলা এফএম প্রতিনিধি রুথিনা বেসরা ও মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের লক্ষ্য নিয়ে ১২ অক্টোবর ২০২৩ সালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করে 'রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস)'।
একে