বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শীতকালীন ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণ বহাল রেখে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
গত রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ কর্মসূচি পালিন হয়৷ এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্য দপ্তরের সামনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা, ‘ছুটি নিয়ে তালবাহানা চলবে না চলবে না', ‘ ডিসেম্বরে ছুটি, দিতে হবে দিতে হব', ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে' সহ নানা স্লোগান দিতে থাকে।
এদিকে এ দাবিকে সমর্থন জানিয়ে দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ বছরে ব্রাকসু এবং ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরে ছুটি চেয়ে একাংশ সংবাদ সম্মেলন করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা শীতকালীন ছুটি জানুয়ারিতে চাই না৷ আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দিতে হবে। ছুটির তারিখ পরিবর্তন করা হলো কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ছাড়াই তারা ছুটি পরিবর্তন করে। সেটি আমরা মেনে নিব না। আমরা যথা সময়ে ছুটি চাই।
তারা আরও বলেন, জানুয়ারিতে আমাদের আমাদের ক্লাস টিউশন থাকে, ডিসেম্বরে আমরা বাড়ি গেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। তাছাড়া আমাদেরও টিউশন থাকে না। স্কুল, কলেজ বন্ধ থাকে। তাই আমরা ডিসেম্বরেই ছুটি চাই৷
উল্লেখ্য, সম্প্রতি সমাবর্তন ও ব্রাকসু নির্বাচন উপলক্ষে শীতকালীন ছুটি পুন:নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জনসংযোগ তথ্য ও প্রকশনা দপ্তর থেকে জানানো হয়৷
এমআই