রাজশাহী প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন।
১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়ে মারা গেছেন। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯৯ জন।
এর আগের দিন দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪১৩টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ আসে। এ হিসেবে জেলাটিতে শনাক্ত হার ২২ দশমিক ৫২ শতাংশ। এছাড়া নাটোরের ২৭৪টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের পজিটিভ আসে; শনাক্ত হার ৩৮ দশমিক ৩২ শতাংশ।
সময় জার্নাল/আরইউ