মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় দিনাজপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পানিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় দিনাজপুর জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ ইশিকা আকবর তিশা, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ এমএ জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগমসহ প্রাণিসম্পদ ও ভেটেরিনারী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
একে