নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন ৩৩ কর্মকর্তা। এর মধ্যে দুজনকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসনের স্বারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড ৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একটি প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক এবং সিলেট আরআরএফের কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে সুপারনিউমারারি উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতির কথা জানানো হয়।
আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তাদের তালিকা দেখতে এখানে
ক্লিক করুন।
এমআই