এস এম জহিরুল ইসলাম,গাজীপুর:
মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে গাজীপুর মহানগরীর গাছা এলাকার কিশোর তোফাজ্জল হোসেন সেলিম (১৪)। গাজীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মেধাবী এই ছাত্রটি দিনমজুর বাবা-মা শফিকুল ইসলাম ও সেলিনা বেগমের একমাত্র স্বপ্ন-ভরসা। বর্তমানে সে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন।
সেলিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার দরিদ্র পরিবারের সামর্থ্যের অনেক বাইরে। ছেলের জীবন বাঁচাতে বাবা-মা তাদের যা ছিল সহায়-সম্বল সবকিছু বিক্রি করেছেন। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে বহুদিন ধরে চিকিৎসা চালিয়ে গেছেন।
কিন্তু এখন সেই ধার পরিশোধ করা তো দূরের কথা, অর্থের অভাবে সেলিমের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
“শেষ সম্বলটুকুও শেষ। আর কোনো উপায় নেই। এখন শুধু আল্লাহর রহমত আর মানুষের সাহায্যের দিকে তাকিয়ে আছি। আমার ছেলেটা বাঁচতে চায়… ওকে ফিরিয়ে দিন।” সেলিমের বাবা-মায়ের হৃদয়বিদারক আকুতি।
অসহায় পরিবারটির পক্ষে আর ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সেলিমকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী ভাই-বোনসহ সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার বাবা-মা।
একটি কিশোরের জীবন বাঁচাতে আপনার ছোট্ট সাহায্যটিই হতে পারে একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখার সর্বশেষ ভরসা।
আর্থিক সহায়তার ঠিকানা: সরাসরি সেলিমের পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠাতে পারেন বিকাশ (পার্সোনাল) ও যোগাযোগ: ০১৭৬৮৬৪৯২২০
সেলিম বাঁচতে চায়। আপনার মানবিক সহায়তাই তার জীবন রক্ষার শেষ আশা। আল্লাহ আপনাদের দানকে কবুল করে উত্তম প্রতিদান দিন।
এমআই