তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ কার্যকালের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সেতু খানম এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের জান্নাতুল তামান্না কে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি রহিমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার চৈতী, কোষাধ্যক্ষ জারিন আক্তার মিম, সহ-কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, অফিস সম্পাদক শম্পা আক্তার, সহ-অফিস সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক উম্মে হাবিবা সিগমা, উপকরণ সম্পাদক নাউশিন শারমিলী ও কার্যনির্বাহী সদস্য সাদিয়া সিদ্দিকা।
নব মনোনীত সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, "কমিটি সংস্কারের (রিফর্মের) কারণে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হয়েছে। একইসঙ্গে হলের দুটি ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া আমার জন্য নিঃসন্দেহে একটি বড়ো চ্যালেঞ্জ। তা সত্ত্বেও, আমি সবাইকে সঙ্গে নিয়ে ডিবেটিং সোসাইটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, ইনশাল্লাহ।"
নব মনোনীত সভাপতি সেতু খানম বলেন, "কিছু আনএক্সপেক্টেড ঘটনার জন্য আসলে কমিটিটা সংস্কার করতে হয়েছে৷ ব্যক্তিগত ভাবে আমি আমার সাবেক প্রেসিডেন্ট কে অনেক বেশি মিস করব। আমাদের একসাথে যা কিছু প্ল্যান ছিল ডিবেটিং সোসাইটি নিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করব, ইনশাল্লাহ। কমিটির সবাই আগেও যেমন ডেডিকেটেড ছিল এরপরও আশা করি তেমনই থাকবে।"
এমআই