এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে। জেলা পরিষদের বরাদ্দকৃত পাকা রাস্তার ওপর তিনি দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ করে একতলা পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন। এতে বন্ধ হয়ে গেছে এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কদম আলীর ছেলে জালাল উদ্দিন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ শুরু করলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বাঁধা দেন। কিন্তু কোনো প্রতিবাদেই কর্ণপাত করেননি তিনি। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে হেকমত আলী ফকির গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, জালাল উদ্দিন শুধু রাস্তা নয়, স্থানীয় বিএনপি বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে মার্কেটও নির্মাণ করেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দে নিজ মাওনা টু ফুলবাড়িয়া পাকা সড়ক থেকে জালাল উদ্দিনের বাড়ির ইটের সলিং নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা নির্মাণের কিছুদিন পরই তিনি ওই সড়কের ওপর বহুতল ভবন নির্মাণ শুরু করেন।
সরকারি রাস্তা ও জমি দখলের বিষয়টি স্বীকার করে জালাল উদ্দিন বলেন, “তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা বলেই রাস্তা বন্ধ করেছি।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি রাস্তা পুনঃস্থাপন, দখলমুক্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
এমআই