আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গুজব, গুঞ্জনে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ শোরগোল চলছে।
তাকে আদিয়ালা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম খবর প্রকাশ পর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
এবার ইমরানের ছেলে কাসিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) এ শীর্ষ নেতাকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন।
এক্সে দেওয়া পোস্টে কাসিম বলেছেন, তার বাবার ৮৪৫ দিন ধরে কারাগারে এবং গত দেড় মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
“গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু কুঠুরিতে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। আদালতের আদেশ সত্ত্বেও তার বোনদের প্রতিবার দেখা করার সময় বাধা দেওয়া হয়েছে। কোনো ফোন কল নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই, তার শারীরিক অবস্থার কোনো খবর নেই। আমার ভাই ও আমি কোনোভাবেই আমাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না,” ২৬ বছর বয়সী পোস্টে এসব লিখেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
এ ইমরানপুত্রের অভিযোগ, বাবার ব্যাপারে তাদেরকে ‘পুরোপুরি আধাঁরে’ রাখা হয়েছে যা কোনো ‘নিরাপত্তা সংক্রান্ত আচরণবিধির’ অংশ হতে পারে না।
“পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক নির্জন কারাবাসের প্রতিটি প্রতিক্রিয়ার সম্পূর্ণ আইনি, নৈতিক ও আন্তর্জাতিক দায় পাকিস্তানি সরকার ও তাদের প্রভুদের বহন করতে হবে,” বলেন কাসিম।
তিনি তার বাবার নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে হস্তক্ষেপ করতেও অনুরোধ জানিয়েছেন।
কাসিম তার বাবা যে জীবিত আছে তার প্রমাণ, আদালতের আদেশ অনুযায়ী তার সঙ্গে দেখা করার সুযোগ, ‘অমানবিক নির্জন কারাবাসের’ অবসান এবং কেবলই রাজনৈতিক কারণে আটক ‘পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার’ মুক্তিও দাবি করেছেন।
ইমরানের তিন বোনের একজন, আলিমা খানও বলেছেন, তার ভাইকে দেখতে পরিবারের সদস্যদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে।
“গত ৬-৭ মাস ধরে তারা নানা ধরনের সমস্যা সৃষ্টি করেছে। কখনো তারা আমাকে দেখা করতে দিয়েছে, কখনো অন্য বোনদের কাউকে দেখা করতে দিয়েছে, কখনো কখনো কাউকেই দেখা করতে দেয়নি। অনেকবার আমরা বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি,” টেলিফোনে এনডিটিভিকে এমনটাই বলেছেন আলিমা।
এদিকে বৃহস্পতিবার আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বলেছে, পিটিআই নেতা ‘পুরোপুরি সুস্থ আছেন’।
“ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পিটিআই নেতাদের জানানো হয়েছে। পিটিআই প্রধানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে,” বিবৃতিতে বলেছে তারা।
ইমরান খানকে অন্য কারাগারে স্থানান্তরের খবরকেও ‘ভিত্তিহীন গুজব’ আখ্যা দিয়েছে আদিয়ালা কারাগার।
সাবেক এ প্রধানমন্ত্রী ২০২৩ সালের অগাস্ট থেকেই নিরাপত্তা হেফাজতে রয়েছেন, তার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির এক মামলায় তাকে ও তার স্ত্রীকে যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন ইমরান।
এমআই