আন্তর্জাতিক ডেস্ক:
গত জুলাইয়ে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাঁচ দিনব্যাপী তীব্র সংঘর্ষ হয়েছিল। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ফাইল ছবি: ইপিএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করার পর কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার এক বিবৃতিতে থাই সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি'র।
থাই সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কম্বোডিয়ার দিক থেকে তাদের সৈন্যদের ওপর হামলার পর পূর্বাঞ্চলীয় প্রদেশ উবোন রাতচাথানির দুটি এলাকায় ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত একজন থাই সেনা নিহত এবং চারজন আহত হন।
এতে আরও বলা হয়েছে, 'থাই বাহিনী এখন বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে।'
অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভোরের দিকে থাই সেনাবাহিনী তাদের দুটি অবস্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, গত কয়েক দিন ধরেই থাইল্যান্ড উসকানিমূলক আচরণ করছিল। তবে কম্বোডিয়ার সৈন্যরা পাল্টা জবাব দেয়নি বলেও তারা উল্লেখ করেছে।
থাই সেনাবাহিনীর অভিযোগ, কম্বোডিয়ার সামরিক বাহিনী থাই বেসামরিক এলাকাকে লক্ষ্য করে 'বিএম-২১' রকেট নিক্ষেপ করেছে। তবে এতে বেসামরিক কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধবিরতি লঙ্ঘন
গত জুলাইয়ে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাঁচ দিনব্যাপী তীব্র সংঘর্ষ হয়েছিল। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। পরে অক্টোবরে কুয়ালালামপুরে ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়।
জুলাইয়ের সংঘর্ষে রকেট ও ভারী কামানের গোলায় অন্তত ৪৮ জন নিহত হয় এবং প্রায় ৩ লাখ মানুষ সাময়িকভাবে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।
তবে গত মাসে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরই থাইল্যান্ড ঘোষণা দেয়, তারা কম্বোডিয়ার সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন স্থগিত করছে।
কম্বোডিয়ার দীর্ঘদিনের সাবেক শাসক এবং বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের বাবা হুন সেন থাই সেনাবাহিনীকে 'আগ্রাসী' বলে মন্তব্য করেছেন। তিনি জানান, থাইল্যান্ডই পাল্টা হামলার উসকানি দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি কম্বোডিয়ার সেনাদের সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, 'জবাব দেওয়ার সীমারেখা (রেড লাইন) আগেই ঠিক করা হয়েছে। আমি সব স্তরের কমান্ডারদের নির্দেশ দিচ্ছি, তারা যেন অফিসার ও সেনাদের সে অনুযায়ী প্রস্তুত রাখেন।'
এদিকে সংঘাতের আশঙ্কায় থাইল্যান্ডের সীমান্তবর্তী চারটি জেলা থেকে ৩ লাখ ৮৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, ইতোমধ্যে ৩৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ১৯০৭ সালে কম্বোডিয়ায় ফ্রান্সের শাসনকালে এই সীমানা নির্ধারণ করা হয়। তবে ১০০ বছরেরও বেশি সময় ধরে সীমান্তের কিছু নির্দিষ্ট এলাকা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়ে গেছে। এর আগেও ২০১১ সালে দুই পক্ষের মধ্যে সপ্তাহব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছিল।
এমআই