ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ শীতকালীন ছুটিতে বাড়িতে অবস্থান করলেও সেই বাস্তবতা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজনের অভিযোগ উঠেছে প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আনন্দমুখর ও অংশগ্রহণমূলক ব্রাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, ব্রাকসুর গঠনতন্ত্র অনুমোদন হলেও শুরু থেকেই প্রশাসন ও নির্বাচন কমিশনের চরম অযোগ্যতা ও ব্যর্থতার কারণে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের শীতকালীন ছুটির যৌক্তিক দাবিকে উপেক্ষা করে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে তড়িঘড়ি করে বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।
সহ-সভাপতি তুহিন রানা বলেন, ভোটার তালিকায় একাধিক ত্রুটি থাকা সত্ত্বেও তা সংশোধনে নির্বাচন কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। ব্যর্থতার দায় স্বীকার করে একাধিকবার পদত্যাগ ও নির্বাচনী কার্যক্রম স্থগিত করলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং অধিকাংশ শিক্ষার্থীর অনুপস্থিতিতে একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রহসনমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
সিনিয়র সহ-সভাপতি মো: মাইদুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে—ইতোমধ্যে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী শীতকালীন ছুটি কাটাতে বাড়ি চলে গেছেন এবং আগামী সপ্তাহে এ সংখ্যা ৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। এই বাস্তবতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রেখে যুক্তিসংগত সময়ে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ব্রাকসু নির্বাচন আয়োজন, ভোটার তালিকার সব ত্রুটি সংশোধন, প্রার্থীদের ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা এবং বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ।
এসময় শিক্ষার্থীদের সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে কর্মসূচির ঘোষণার ইঙ্গিতও দেন তারা।
একে