রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

একতাবদ্ধ হোন, আপনাদেরকে হারানোর ক্ষমতা কারো নেই

তফসিল ঘোষণা হলে সারা বাংলার ফোকাস থাকবে চৌদ্দগ্রামের দিকে: কামরুল হুদা

বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
তফসিল ঘোষণা হলে সারা বাংলার ফোকাস থাকবে চৌদ্দগ্রামের দিকে: কামরুল হুদা

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা বলেছেন, আমার নেতা দেশমাতা খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, আমার প্রতীক ধানের শীষ। কিন্তু চৌদ্দগ্রামে আমি সর্বদলীয় প্রার্থী হতে চাই। আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী না হয়ে আপনাদের সকলের প্রার্থী হতে চাই। সকলের দায়িত্ব নিতে চাই। সারা বাংলাদেশে যতগুলো উপজেলা আছে, চৌদ্দগ্রাম হলো পথিকৃত উপজেলা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারা বাংলাদেশের ফোকাস থাকবে চৌদ্দগ্রামের দিকে। আমাকে মনোনীত করার পর গত সপ্তাহে ধানের শীষের পক্ষে একটি শোডাউন করেছিলাম। আমি দেখিছে, সর্বদলীয় লোকেরা সেখানে উপস্থিত হয়েছে এবং সেটার ব্যাপ্তি ছিল সাড়ে ১৩ কিলোমিটার। চৌদ্দগ্রামের ইতিহাসে এটা একটা নজির।

আপনারা একটি শান্তির চৌদ্দগ্রাম চান মন্তব্য করে তিনি আরও বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের দক্ষিণ চৌদ্দগ্রামে যে সন্ত্রাস, আমাদের চৌদ্দগ্রামের সাথে সেটা যায় না। চৌদ্দগ্রাম এমন একটি উপজেলা এখানে শিক্ষিত লোক, ব্যবসায়ী ও ব্যাংকারের সংখ্যা বেশি। আপনারা সমন্বিতভাবে একটি শান্তির চৌদ্দগ্রাম গড়ার প্রত্যয়ে যদি কাজ করেন, অবশ্যই ধানের শীষকে ভোট দিবেন। আপনারা যদি একতাবদ্ধ হোন, আপনাদেরকে হারানোর ক্ষমতা কারো নেই।

তিনি বুধবার রাতে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রামবাসীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কামরুল হুদা আরও বলেন, আমরা শুনেছি দক্ষিণ চৌদ্দগ্রামে নিয়ে যাবে। আমরা কি ‘নিয়ে যাওয়ার’ জন্য আন্দোলন করেছিলাম? গত ১৭ বছর যে নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারেনি। ‘নিয়ে যাবে’ এটা কোন শব্দ? এটার জন্য তো দেশনায়ক তারেক রহমান এ আন্দোলনের সময় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেননি। জনগণ যাতে ভোট দিতে পারে, সেজন্যই তিনি কাজ করেছেন। সবাই যদি দায়িত্ব নেন, তাহলে চৌদ্দগ্রাম হবে একটি শান্তির চৌদ্দগ্রাম।

চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম কমিউনিটির আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব ও আটাব চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম।

অধ্যক্ষ আবদুর রব সোহেল ও মাইনুল আহসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব কাজী নাসিমুল ইসলাম, এপিপি কাজী কামরুন নেছা, এডভোকেট জান্নাতুল স্বরলিপি, ব্যবসায়ী মোহাম্মদ আবু জাফর, কুমিল্লা জেলা সমিতির সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, ব্যবসায়ী জাহাঙ্গীর মজুমদার, মুক্তিযোদ্ধা আবদুর রব, অবসরপ্রাপ্ত এএসপি মমতাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, কুমিল্লা জেলা সমিতির সেক্রেটারি কাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, ড্যাব নেতা বেলায়েত হোসেন ঢালীসহ চট্টগ্রামে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম কমিউনিটি চট্টগ্রামের আহবায়ক আগা মাইনুল হক চৌধুরী রাসেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলালসহ আরও অনেকে। আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আগামীর স্বপ্নের চৌদ্দগ্রাম বিনির্মাণে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রামবাসীর মতবিনিময় সভায় দুই সহ¯্রাধিক মানুষের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল