শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

দাদন ব্যবসার টাকাই তৃতীয় লিঙ্গ পায়েলের জন্য কাল হলো

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
দাদন ব্যবসার টাকাই তৃতীয় লিঙ্গ পায়েলের জন্য কাল হলো

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

দিনাজপুরের কাহারোল উপজেলার ধান ক্ষেত থেকে তৃতীয় লিঙ্গ কামাল হোসেন ওরফে পায়েলের (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) ও কাহারোল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, দাদন ব্যবসার টাকা লুট করার উদ্দেশ্যে পায়েলকে হত্যা করে শ্রাবন রায় নামে ২২ বছর বয়সী এক যুবক। 

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ কাহারোল উপজেলার কোটগাঁও গ্রামের একটি ধান ক্ষেত থেকে কামাল হোসেন ওরফে পায়েল (৪৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পায়েল কাহারোল উপজেলার ডহচি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ১০ নভেম্বর নিহতের ভাই বাবুল মিয়া বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার পর গ্রেফতার শ্রাবন রায় নামে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিরেন্দ্র রায়ের ছেলে শ্রাবন রায়কে গ্রেফতার করে পুলিশ। নবমুসলিম। শ্রাবন রায় নবমুসলিম বর্তমান তার নাম ইউসুফ। 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, মামলাটি দায়ের হওয়ার পর থেকে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কাহারোল থানা তদন্ত কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে ১০ ডিসেম্বর শ্রাবন রায়কে দিনাজপুর সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। পরে শ্রাবন রায় হত্যার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। 

গ্রেফতার শ্রাবন রায় তার স্বীকারোক্তিতে জানায়, তৃতীয় লিঙ্গ পায়েল নিজ এলাকাসহ পাশেরপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ দাদনের ব্যবসা পরিচালনা করে আসছিল। এই ব্যবসার টাকা উত্তোলনের জন্য তার একটি মোটরসাইকেল ছিল। কিন্তু সে মোটরসাইকেল চালাতে পারতো না। তার মোটরসাইকেল চালানোর জন্য ২ জন ড্রাইভার ছিল। এছাড়াও পায়েলের বন্ধুবান্ধবও তার মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়াতো। পায়েলের সাথে পাশ্ববর্তী এলাকার কয়েকজনের সাথে সুসম্পর্ক তৈরী হয়। তারা বিভিন্ন সময়ে তার কাছে টাকা সুদে লেন-দেন করত। তার দাদন ব্যবসা করার কারণে তার কাঁধে একটি ব্যাগ সবসময় থাকত। যার মধ্যে কম-বেশি সবসময় ২০-৩০ হাজার টাকা থাকত। তার বন্ধুবান্ধব অনলাইন জুয়ার গেম খেলত। অনলাইন জুয়ার গেম খেলার কারণে তার বন্ধু-বান্ধব তাদের বিভিন্ন জিনিস বন্ধক রাখত। টাকার প্রয়োজনে তারা সবাই মিলে পরিকল্পনা করে পায়েলের টাকা পয়সা যেকোনভাবে আত্মসাৎ করবে। সেই পরিকল্পনা মোতাবেক তারা গত ৭ নভেম্বর পায়েলকে হত্যা করার উদ্দেশ্যে অপরিচিত নাম্বার থেকে ফোন কল দিয়ে ডেকে নিয়ে আসে। তারা পায়েলকে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে নিয়ে আরও দুটো মোটরসাইকেলে চারজনসহ কান্তজিউ মন্দিরের মেলার দিকে রওনা দেয়। কিন্তু পায়েল মেলাতে যেতে না চাইলে তারা আবার ফিরে কামোরহাট এলাকার দিকে রওনা করে। এরপর তাকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে পরিকল্পনা হয়। সে অনুযায়ী চারজন ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল নিয়ে আগেই গিয়ে অবস্থান নেয়। তারপর অন্য দুইজন আসামী পায়েলকে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই মোটরসাইকেলের পিছনে থাকা আসামী শ্রাবন রায় পায়েলের কাঁধে থাকা ব্যাগের বেল্ট দিয়ে তার গলা চেপে ধরে। পরে অন্যান্য সহযোগিরা পায়েলের পা চেপে ধরে পাশ্ববর্তী আম বাগানের ভিতরে নিয়ে যায়। এসময় ওই আম বাগানে তাকে হত্যার পর তার ব্যাগের ভেতরে থাকা ২০ হাজার টাকা, মোটরসাইকেল, ঘরের চাবি, মোবাইল নিয়ে চলে যায়। পরে আসামী শ্রাবনসহ তার সহযোগিরা দিনাজপুর সদর উপজেলায় একটি বাড়ীতে আশ্রয় নেয় এবং পায়েলের মোবাইলটি ঘাগড়া ক্যানেলে ফেলে দেয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী শ্রাবন রায়কে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল