মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৪নং ওয়ার্ডের খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।
চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, নলছিটির বাড়িতে মূলত ওসমান হাদীর মা, ছোট বোন মাসুমা আক্তার ও ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন। ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার প্রায় ৭ দিন আগে তার মাকে ঢাকার বাসায় নিয়ে যান। পরে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তার বোন মাসুমা আক্তার ও তার ভগ্নিপতি মনির হোসেন ঢাকায় চলে যান। তাই বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ ৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও কিছু নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, চুরির সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের উদ্দেশ্যে বের হলে তিনি শরীফ ওসমান হাদীর বাড়ির পেছনে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। সন্দেহ হলে তাদের ধরতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পাশাপাশি সুশীল সমাজ দূঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এমআই