ডিআইইউ প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদী-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলটি শুরু করে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি নতুন ক্যাম্পাসের সামনে সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘জুলাই যোদ্ধা আহত কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘বিপ্লবীরা আহত কেন, ইন্টেরিম জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, জুলাই শক্তিকে আঘাত আনার জন্য ভারত ও আওয়ামী লীগ বিভিন্ন পরিকল্পনা করতিছে এবং তাদেরকে কিছু মহল সাহায্য করতিছে টাকা ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্য। তিনি আরো বলেন ইনকিলাব মঞ্চের ২৪ ঘন্টার আল্টিমেটাম মধ্যে যদি অভিযুক্তদের আইনের আওতায় না আনা হয় তবে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে জবাব দেওয়া হবে। এটা সমগ্র জুলাই যোদ্ধাদের ওপর হামলা। সন্ত্রাসী হামলা করে আন্দোলন নিস্তব্ধ করা যায় না।
তাছাড়াও সাধারণ শিক্ষার্থীরা দাবি জানান যত দ্রুত সম্ভব জুলাই যোদ্ধাদের আক্রমণকারীদের বিচার জনসম্মুখে করতে হবে। ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নয়। তিনি সমাজের ন্যায়, অধিকার ও স্বাধীনতার কথা বলে।
তাছাড়াও শিক্ষার্থীরা সরকারের উপদেষ্টাদের উপর এই আক্রমণের দায় দিয়ে বলেন তারা আলু পেঁয়াজ এর দাম নিয়ে বেশি চিন্তিত তারা রাষ্ট্রের জনগণের সুরক্ষা দিতে ব্যর্থ তারা ভারতের এজেন্ডা কেন্দ্রীক কাজ করছে।
ওসমান হাদির জন্য দোয়া মাহফিলের আয়োজন করে তার সর্বাত্মক সুস্থতা কামনা করে উক্ত বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সর্বশ্রেণীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এমআই