মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝলকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের অয়োজনে বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. জোবায়ের হাবিবের নেতৃত্বে নলছিটি শহরের ফেরিঘাট এলাকার বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল ইসলাামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভুমি) মো. রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভিন, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, কুলকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি, কুলকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক অপ্রতিদ্বন্দী সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. গোলাম মোস্তফা, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজীম, জামায়াতে ইসলামী বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সহ সম্পাদক মানিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. শাহাজালাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
একে