বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলিম বলেছেন, আমাদের ওপর প্রভূত্ব করতে চায়, আমাদেরকে তাদের গোলাম বানাতে চায়, আমাদেরকে নিস্ব করতে চায়, লুটপাট করতে চায়। সেই সকল আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীর শ্রেষ্ঠ সূর্য্য সন্তানেরা জীবনবাজি রেখে যে জন্য যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন তাদের সেই কাঙ্খিত স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতা সুফল পেতে ইসলামী মূল্যবোধ ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে।
মঙ্গলবার বিকেল ৫টায় আবু হুরায়রার মাদরাসা মাঠে উপজেলা ও পৌর জামায়াত ইসলামী আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যপক মাওলানা শাহদাৎ হোসাইন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, এ্যাড: মহিবুল্লাহ তালুকদার, অধ্যপক হাবিবুল্লাহ তালুকদার, যুব আন্দোলনের সভাপতি মাওলানা গোলাম আহাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যপক আঃ মান্নান, জেলা ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাতি মিরাজ, বীর মুক্তিযোদ্ধা সন্তান রবিউল বাদল, উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমেদ, উত্তর শাখার সভাপতি খায়রুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহীআত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ ইউনুস।
একে