বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফয়সালকে সীমান্ত পার করল কে? রিমান্ড শুনানিতে এল যার নাম

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
ফয়সালকে সীমান্ত পার করল কে? রিমান্ড শুনানিতে এল যার নাম

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে ফিলিপ নামের এক ব্যক্তি সীমান্ত পার করে দেন বলে আদালতে দাবি করেছেন সীমান্ত থেকে গ্রেপ্তার দুই আসামি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড শুনানিতে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম এ দাবি করেন।

জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় তাদের আটকের কথা জানায় বিজিবি। এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

তার আবেদনে বলা হয়, “হাদিকে গুলি করা এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা আসামিরা অবৈধভাবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় মর্মে গোপনসূত্রে জানা যায়। সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম ও তার সহযোগী অজ্ঞাতনামারা আসামিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে বলে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য পাওয়া যাচ্ছে।"

তদন্ত কর্মকর্তা বলেন, সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের সাবেক এমপি জুয়েল আড়েংয়ের ভাগ্নে। তিনি আগে থেকেই হালুয়াঘট, ধোবাউড়া ও শেরপুর এলাকায় মানুষ এবং অবৈধ মালামাল পারাপারের ‘সিন্ডিকেট’ নিয়ন্ত্রণ করে আসছেন।

“এ চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কাদের পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পার হয়েছে, তা জানতে দুজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাদের সহযোগীদের সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে আইনের আওতায় আনা যাবে। পরিকল্পনাকারী ও অন্যান্য জড়িতদের সনাক্তকরণ, হত্যার চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার পূর্ব পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদ দাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাদের কোনো বক্তব্য আছে কি না জানতে চান বিচারক।

সিবিয়ন দিউ তখন বলেন, " ফিলিপের সাথে আমার আগে থেকে পরিচয়। তাকে আগে থেকেই চিনি। একটা নিউজে ফিলিপের নামে আসে। তাকে ফোন দিয়ে বললাম আপনার নাম (হাদি হত্যাচেষ্টায়) আসছে। সে দুইটা লোক পার করেছে বলে জানায়।"

ফিলিপ কোথায় আছে জানেন কিনা, বিচারকের এমন প্রশ্নে সিবিয়ন দিউ বলেন, "না, জানি না। ঘটনার বিষয়েও কিছু জানি না।"

সঞ্জয় চিসিম বলেন, "ঘটনা সম্পর্কে কিছু জানি না। ফিলিপের সাথে আমার কথা হয়। ঘটনার দিন রাতে ফিলিপ ফোন দিয়ে আমাকে বলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। পরে ফোন দিলে জানায় কাজ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি, কী কাজ। পরে নিউজ দেখে বুঝেছি, তারা আমাদের ওখান দিয়ে গেছে।”

পরে আদালত দুইজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান জানান।

এর আগে এ মামলায় ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একই দিন ফয়সালকে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

মঙ্গলবার ফয়সালের সহযোগী কবিরকে সাত দিন, সোমবার ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এর আগের দিন রোববার গ্রেপ্তার হওয়া মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল