শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির অভিযোগে ডিআইইউ শিক্ষার্থীকে ঘিরে উত্তেজনা

শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির অভিযোগে ডিআইইউ শিক্ষার্থীকে ঘিরে উত্তেজনা

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডি–৯৭ ব্যাচের একজন শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, ১৭ ডিসেম্বর (বুধবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্য অংশে তিনি ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল ও দৃষ্টান্তমূলক আইনগত বিচারের দাবি জানিয়েছেন। এসব দাবিতে আগামীকাল জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী এক ফোনালাপে বলেন, তিনি রাগের মাথায় মন্তব্যটি করেছিলেন এবং সেটি তার গুরুতর ভুল ছিল। তিনি দাবি করেন, ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং এ ঘটনায় তিনি আন্তরিকভাবে অনুতপ্ত।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট মন্তব্য মুছে ফেলেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নিতে প্রস্তুত আছেন। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো রাজনৈতিক বা উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততা নেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত মামলা বা চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি ও প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শিক্ষার্থীরা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল