সময় জার্নাল প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানা গেছে, এ নিয়ে এখন পর্যন্ত এক হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন শুধু জুলাই মাসেই। তাদের ৯৯ শতাংশই ঢাকায়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৬৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৬১৮ জন, আর বাকি ২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত দুই হাজার ২৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক হাজার ৬৪৬ জন।
সময় জার্নাল/এসএ