শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

শ্যামনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ গোলাম হোসেন মোড়ল নিহত, আটক চার

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
শ্যামনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ গোলাম হোসেন মোড়ল নিহত, আটক চার

মুহাঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. গোলাম হোসেন মোড়ল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের এক নং ওয়ার্ডের জবখালী গ্রামে এঘটনা ঘটে। এঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরিসহ চারজনকে আটক করেছে।

নিহত বৃদ্ধ মো. গোলাম হোসেন  মোড়ল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জবাখালী গ্রামের মোঃ গোলাম হোসেন (৬০) এর সাথে প্রতিবেশী  সাইফুল, ফারুক, সেলিম ও রেজাউল গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো। 

শনিবার বেলা ১০টার দিক বৃদ্ধ গোলাম হাসেন প্রতিবেশী মৃত গোলাম রহমানের বাড়ির পাশ্ববর্তী মুরগীর খামার সংলগ্ন এলাকায় গেলে পূর্ব বিবাদের জের ধরে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় তার হাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে গোলাম হোসেনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, তাদের দীর্ঘদিনের পায়ে চলা রাস্তা সম্প্রতি বন্ধ করে দেয় প্রতিবেশী ইমান আলী মোড়ল ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে তার পিতা স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করায় প্রতিপক্ষ সংক্ষুব্ধ হয়। শনিবার বেলা ১০টার দিকে তার পিতা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার সাথে বাদানুবাদে জড়ায়। 

এক পর্যায়ে এমান আলীর ছেলে সাইফুল, ফরুক, সেলিম ও বদরুদ্দীনের ছেলে রেজাউল ধারালো ছুরি দিয়ে পিতার বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে জখম করে। দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পিতার হত্যাকান্ডে জড়িত তিনজন আত্মসমপর্নকৃত বনদস্যু সিরাজুলের ভাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররুরী বিভাগে কর্মরত ডাঃ সাকির হোসেন জানান, নিহতের পিঠ, বুক, কাঁধসহ শরীরের চারটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। লোহার রড দিয়ে আঘাত করারও প্রমান মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, হত্যাকান্ডের পরপরই স্থানীয়রা অপরাধীদের ধাওয়া করে একটি ঘরে অবরুদ্ধ করে ফেলে। ঘটনাস্থল থেকে সাইফুল, সেলিম, ফারুক ও রেজাউলকে আটকের পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলমান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল