রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

শেকৃবি ক্যাম্পাসে বইমেলা, পাঠপ্রেমে মুখর শিক্ষার্থীরা

রোববার, ডিসেম্বর ২১, ২০২৫
শেকৃবি ক্যাম্পাসে বইমেলা, পাঠপ্রেমে মুখর শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি:

বইপ্রেমীদের জন্য আনন্দের বার্তা নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বইমেলা। শেকৃবি সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত “শেকৃবি সাহিত্য ও কুয়াশা উৎসব ২০২৫”-এর অংশ হিসেবে এই বইমেলার আয়োজন করা হয়, যাতে অমর একুশে গ্রন্থমেলার আগেই শিক্ষার্থীরা তাদের পছন্দের বই সংগ্রহের সুযোগ পান। ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হয় শনিবার (২০ ডিসেম্বর)। শেষ দিনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সাহিত্য সংসদের আয়োজনে এবারের বইমেলায় ২০টি স্টলে প্রায় ২০ হাজার বই প্রদর্শিত হয়। শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের পছন্দের বই কিনতে প্রতিটি স্টলে ভিড় করেন। শুধু বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরাই নন, শিক্ষকদের পরিবারের সদস্য এবং ক্যাম্পাসের বাইরের অনেক বইপ্রেমী মানুষও মেলায় অংশ নেন। আয়োজকদের ভাষ্যমতে, মেলার শেষ দিনে দর্শনার্থীর সংখ্যা আগের দুই দিনের তুলনায় অনেক বেশি ছিল।

মেলায় বাংলা উপন্যাস ও কবিতা ছাড়াও সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামি সাহিত্য, কমিকস, শিশু ও কিশোরদের বই, অলিম্পিয়াড ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বই, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ, ইতিহাস ও রাজনৈতিক বই, বিদেশি সাহিত্যিকদের রচনা এবং বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন স্থান পায়। পাশাপাশি শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, জ্ঞান বাক্স ও পাজলের মতো শিক্ষামূলক সামগ্রীও ছিল দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ।

এবারের বইমেলায় প্রথমা প্রকাশন, শিখা প্রকাশনী, জ্ঞানকোষ প্রকাশনী, নবযুগ প্রকাশনী, সিয়ান প্রকাশনীসহ প্রায় ২০টি প্রকাশনী অংশগ্রহণ করে। মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন, কবি ও নাট্যকার আব্দুল্লাহ আল মামুন কাইকর এবং লেখক মো. সিরাজুল ইসলাম।

প্রতিদিন সন্ধ্যায় বইমেলার পাশাপাশি সাহিত্যভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। এতে করে মেলাটি শুধু বই কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটি পূর্ণাঙ্গ সাহিত্য উৎসবে রূপ নেয়।

মেলায় উপস্থিত এক দর্শনার্থী বলেন, “ক্যাম্পাসে এমন আয়োজন সত্যিই দারুণ। শিক্ষক-শিক্ষার্থী সবাই একসাথে বই দেখছেন, কিনছেন। পুরো পরিবেশটাই খুব প্রাণবন্ত।”

বইমেলা আয়োজন প্রসঙ্গে সাহিত্য সংসদের উপদেষ্টা তানজিম তানিম শেকৃবি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং সহজেই প্রিয় লেখকদের বই পাওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাহিত্য সংসদের সভাপতি মেহেদী আকাশ জানান, এই বইমেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করাই ছিল মূল লক্ষ্য। তিনি বলেন, একাডেমিক পড়াশোনার বাইরেও যে বইয়ের একটি বিশাল জগৎ রয়েছে, সেটির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে চেয়েছেন তারা। এটিই শেকৃবি ক্যাম্পাসের প্রথম বইমেলা হলেও ভবিষ্যতে এ আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল