শেকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকার শেরেবাংলা নগরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এ ফাইনাল পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।
কর্মসূচির ফলে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে কৃষি সচিবসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার গাড়ি ক্যাম্পাসে আটকা পড়ে এবং ইনস্টিটিউটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসার পরও এবং কৃষি উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও তাদের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে।
এর আগে গতকাল বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে রয়েছে— পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্তকরণ, শিক্ষক সংকট নিরসন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে আলাদা প্রতিষ্ঠানের আওতায় আনা, গবেষণা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পদ সংরক্ষণ, ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং চাকরিতে যোগদানের পর প্রশিক্ষণের ব্যবস্থা।
শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
একে