তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এত সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের তাকী উল্লাহ মনোনীত হয়েছেন। এছাড়া মার্কেটিং বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল আরমান তুহিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবনিযুক্ত সভাপতি মোঃ সাইফুল্লাহ বলেন, ফোরামের সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামীর কার্যক্রম সফলতার সাথে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার গঠন, শিক্ষাসফর এবং নেতৃত্ববোধ তৈরিসহ সকল প্রকার কার্যক্রম করার সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য, বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম, ইবি আনুমানিক ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের কল্যাণে সফলতার সাথে কাজ করে আসছে।
এমআই