তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস (আইইউমুনা) এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব জিতু এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফজলে রাব্বি কে মনোনীত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) অধ্যাপক ড. মোস্তফা আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি শারমিন শিলা ও নায়েজ জিসান, সাংগঠনিক সম্পাদক মান্নান লুমান, অ্যাকাডেমিক ডিরেক্টর মিথিলা ফারজানা, কনফারেন্স ম্যানেজমেন্ট ডিরেক্টর রওনক খান, করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মেহরাজ বিন আলম, ব্রান্ডিং অ্যান্ড মিডিয়া ডিরেক্টর ডানিয়েল রহমান আরিফ, পাবলিক রিলেশন ডিরেক্টর শেখ রুমান, কালচারাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ইশরাত জাহান প্রমি ও ফাইন্যান্স ডিরেক্টর জেসিয়া রহমান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা এমন একটি সংগঠন যা এর সূচনালগ্ন থেকেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠন সারাবছর বিভিন্ন কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক মানের কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে যেখানে শিক্ষার্থীরা কূটনৈতিক আলোচনা, নেটওয়ার্কিং, বিশ্বব্যাপী সচেতনতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্বের দক্ষতা সহ অন্যান্য গুণাবলির অনুশীলন করে থাকে, যা বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি, আমরা আরো নতুনত্ব আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এমন একটি সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বটাও অনেক, চেষ্টা করবো সর্বোচ্চটা করার।
সভাপতি নাজমুস সাকিব জিতু বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি হিসেবে আমাকে যোগ্য হিসেবে মনোনীত করায় আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন ও এর সদস্যের সারাদেশে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা তথা ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা নিশ্চিত করতে চাই। আমরা আরো নিশ্চিত করতে চাই যে প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন এবং লিডারশীপের প্রয়োজনীয় দক্ষতা এবং গুণাবলি অর্জন করবে।
এমআই