বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
মানবতার সেবায় সমাজের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিবন্ধিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আলোকিত মানুষ’ আয়োজন করে ৭ম উষ্ণতা বিতরণ উৎসব। প্রতিবছরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা এবং মানবিক মূল্যবোধকে আরও বিস্তৃত করা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে আশপাশের বস্তিবাসী শীতার্ত মানুষ এবং শেকৃবিতে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারীদের শিশুদের মাঝে কম্বলসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন,“শীত মৌসুমে গরম কাপড় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আলোকিত মানুষ’-এর মতো সংগঠনগুলো মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমরা সবাই যদি আমাদের সামর্থ্য অনুযায়ী গরিব ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, তাহলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার বলেন,“আলোকিত মানুষ শুরু থেকেই অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রমে যুক্ত হলে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায়। আমাদের কাজ শুধু ক্যাম্পাসকেন্দ্রিক নয়, প্রতিবছরের মতো এবারও উত্তরবঙ্গের শীতপ্রবণ এলাকায় শীতবস্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা ‘আলোকিত মানুষ’ সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজে মানবিক চর্চা জোরদার করতে কাজ করে যাচ্ছে।
একে