নিজস্ব প্রতিবেদক:
উত্তরা ক্লাব লিমিটেডের ২০২৫–২০২৬ মেয়াদের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মাদ ফয়সল তাহের। সদস্যদের প্রত্যক্ষ ভোটে পুনর্নির্বাচিত হয়ে তিনি টানা আরেক মেয়াদে ক্লাবের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন।
সম্প্রতি উত্তরা ক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করলে সভাপতি পদে মোহাম্মাদ ফয়সল তাহেরের পুনর্নির্বাচনে সন্তোষ প্রকাশ করেন সদস্যরা।
এ নির্বাচনে পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, মোসলেমা আলম, ইমরান এম. চৌধুরী, মোশাররফ হোসেন, আতাউল কবির খান, সালমান মাহমুদ, ড. মো. নান্নু মিয়া, রায়হান করিম রহীম, আমিনুর রহমান এবং হাসান ইবনে গিয়াস সাদি।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ ফয়সল তাহের বলেন, উত্তরা ক্লাব শুধু একটি বিনোদনমূলক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনকেন্দ্র। সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ক্লাবের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং সদস্যসেবার মান আরও বাড়াতে তিনি কাজ করবেন।
তিনি আরও বলেন, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি তরুণ ও নারী সদস্যদের অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ক্লাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
ক্লাব সূত্রে জানা গেছে, নতুন পরিচালনা পরিষদ দায়িত্ব গ্রহণের পর অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সদস্যবান্ধব বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, উত্তরা ক্লাব লিমিটেড রাজধানীর অন্যতম অভিজাত সামাজিক ক্লাব হিসেবে দীর্ঘদিন ধরে ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
একে