মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইলেন ভুট্টো

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইলেন ভুট্টো

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতি‌নি‌ধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডি‌সেম্বর) নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দি‌লেন ঝালকা‌ঠি-২ আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী ইসরাত সুলতানা ই‌লেন ভু‌ট্টো। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপ‌জেলার বিএনপি নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নলছিটি এলাকায় সংক্ষিপ্ত গণসংযোগ করেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বলেন, "জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে এ নির্বাচনে অংশ নিচ্ছি। বিএনপির নেতৃত্বে দেশে সুষ্ঠু উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী এবং ঝালকাঠি জেলা বিএনপির সা‌বেক সাধারন সম্পাদক। তিনি অতীতে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর থেকেই নলছিটি উপ‌জেলা ও ঝালকাঠি সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উ‌দ্দীপনা দেখা গেছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল