সর্বশেষ সংবাদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, তার এই প্রস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ এক প্রভাবশালী ও অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল৷
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন৷
উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এক প্রভাবশালী ও অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল। দেশের গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পর্বে তাঁর অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহু সংকট, চড়াই–উতরাই ও প্রতিকূলতার মধ্য দিয়ে দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক বিকাশে নারী নেতৃত্বের ক্ষেত্রে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ডিআইইউ উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণসহ দেশ পরিচালনায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য ছিল। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার এ প্রস্থানে আমরা সবাই গভীরভাবে শোকাহত৷
তিনি এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
একে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল