মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। হাদির আশা ছিল এদেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সোয়া ৪ টার দিকে ঝালকাঠির নলছিটি শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করে দিয়েছি শহিদ শরিফ ওসমান হাদি লঞ্চ ঘাট। এর আগে তিনি শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম ,ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো, মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটি-এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিআইডব্লিউটিএ অধীনে ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ শেষ হয়। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে নৌ পরিবহন উপদেষ্টার সেদিনের সফর বাতিল করা হয়। ফলে ওই তারিখে লঞ্চঘাটটির উদ্বোধন হয়নি।
এদিকে নলছিটির কৃতী সন্তান শহীদ শরিফ ওসমান হাদির নামে সাবেক নলছিটি লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অত্যন্ত খুশি। তাদের মতে নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে বলে এলাকাবাসী আশা করেন। ওসমান হাদি শাহাদাতের পর জন্মভূমিতে তাঁর নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।
এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী এবং শহরের ব্যবসায়ী ও ভলান্টিয়ার্স অফ নলছিটি`র আহবায়ক মো. শহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির কৃতী সন্তান। শরিফ ওসমান হাদি ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করেছেন তিনি। তাকে দেশবাসী চিরদিন স্মরণ করবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে এলাকাবাসী অত্যন্ত খুশি এবং সরকার ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ।
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাস মহল এলাকার মৃত শরীফ আব্দুল হাদির ছোট ছেলে শহীদ শরিফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর শাহাদাতের পর জন্মভূমিতে তাঁর নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে সোচ্চার ছিলেন তিনি।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর এভারকেয়ার ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবি নজরুল ইসলামের কবরস্থানের পাশে তাকে সমাহিত করা হয়।
এমআই