এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দায়ের করা একটি আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি যুবদল নেতা শামীম প্রধানকে ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
মামলার বাদী পরিবারের অভিযোগ, মামলাটি আপোষে নিষ্পত্তির জন্য চাপ সৃষ্টি করতে অভিযুক্ত পক্ষ গত বছরের ২৭ অক্টোবর ভুক্তভোগী শিশুসহ পুরো পরিবারকে গাজীপুর মহানগরের সালনা এলাকায় নিয়ে গিয়ে প্রায় ১৭ দিন আটকে রাখে। এ সময় পরিবারের সদস্যদের মোবাইল ফোন থেকে সিম খুলে নিয়ে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মামলা তুলে নিতে দুই লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শামীম প্রধানের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে শ্রীপুরের একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাশের এলাকায় কুরুচিপূর্ণ আচরণ করার সময় শিক্ষকদের হাতে ধরা পড়েন তিনি। তবে সে সময় স্থানীয়ভাবে মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যান।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীপুরে আলেম সমাজ ও বিভিন্ন সচেতন মহল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কিন্তু দীর্ঘ সময়েও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত সাদ্দাম জানান, অভিযুক্ত তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। তবে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।
এমআই