অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মাটিবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে। সে স্থানীয়ভাবে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করছিল বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজিরডগি এলাকায় একটি জায়গায় মাটি কাটার কাজ চলছিল। ওই সময় ফাহিম অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটিবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে এলাকাবাসী গাড়িটি আটক করার চেষ্টা করলেও চালককে ধরা সম্ভব হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে মাতম।
খবর পেয়ে দাসেরহাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পিকআপ ভ্যানটি মাটিবাহী ছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধভাবে মাটি কাটার সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একে