বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর মেডিকেল কলেজের ইন্টার্ণ ডক্টর অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়েছে। কমিটির অধিকাংশ সদস্যের লিখিত অনাস্থার ভিত্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ ডা. মো. রুহুল আমিনকে সভাপতি ও ডা. মো. শামীমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান স্বাক্ষরিত ১৯ সদস্যবিমিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজের ইন্টার্ণ ডক্টর অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পর নবগঠিত কমিটির সভাপতি ডা. রুহুল আমিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন কমিটির অন্যান্য সদস্যরা। তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের আশ্রয়দাতা হিসেবে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কমিটির প্রায় ৯০ শতাংশ সদস্য লিখিতভাবে অনাস্থা জ্ঞাপন করে পরিচালক বরাবর আবেদন করেন।
এই আবেদনের প্রেক্ষিতে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান স্বাক্ষরিত একপত্রে নবগঠিত কমিটি স্থগিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, পরবর্তী কমিটি ইন্টার্ণ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে গঠিত হবে। তবে মতামতের ভিত্তিতে কমিটি গঠন সম্ভব না হলে চলতি সেশনে কোনো কমিটি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত কমিটির কোনো সদস্য অন্যায়ভাবে কোনো কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও জানানো হয়।
একে