বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট: দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট: দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

রেলওয়েকে আধুনিক ও জনবান্ধব করার স্বপ্ন নিয়ে আয়োজিত গণশুনানিতে উঠে এসেছে অব্যবস্থাপনার ফিরিস্তি আর দুর্নীতির নানান অভিযোগ।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত এই গণশুনানিতে সাধারণ মানুষের ক্ষোভ আর সরাসরি প্রশ্নে রেলওয়ের ভেতরকার চাঞ্চল্যকর অনিয়ম বেরিয়ে এসেছে।

গণশুনানিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল দিনাজপুর রেলওয়ে স্টেশনের বর্তমান ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট এবিএম জিয়াউর রহমানের দীর্ঘমেয়াদী অবস্থান। নিয়ম অনুযায়ী একজন সুপারিন্টেন্ডেন্ট ৩ বছরের বেশি এক জায়গায় থাকার কথা নয়, কিন্তু তিনি প্রায় ১০ বছর ধরে একই স্টেশনে দায়িত্ব পালন করছেন। সাধারণ যাত্রীরা প্রশ্ন তোলেন-এত বছরে কি রেলওয়েতে আর কোনো যোগ্য লোক পাওয়া যায়নি, নাকি এই দীর্ঘ অবস্থানের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে?

ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্টের উপস্থিতিতেই স্টেশনের অবকাঠামোর চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি, স্টেশনের বহির্বিভাগ ময়লা পানিতে তলিয়ে থাকলেও দেখার কেউ নেই। এমনকি পাম্পের মোটর বন্ধ করার সামান্য দায়িত্বটুকুও কেউ পালন করে না। ফলে নোংরা পানি মাড়িয়েই স্টেশনে যাতায়াত করতে হয় যাত্রীদের।

পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেলওয়ের শত শত ঝুঁকিপূর্ণ কোয়ার্টার এখন অবৈধ দখলে। অভিযোগ উঠেছে, যাদের নামে কোয়ার্টার বরাদ্দ, তারা সেখানে না থেকে সাধারণ মানুষের কাছে ভাড়া দিয়ে ব্যবসা করছেন। অন্যদিকে, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী আইন ভেঙে এখনো রেলের জমি ও ঘর দখল করে আছেন।

রেলওয়ে জিআরপি থানার করুণ দশা তুলে ধরেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের  অর্থ সম্পাদক আব্দুস সালাম, তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘোষিত একটি জরাজীর্ণ ভবনে পুলিশ সদস্যরা জীবনঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এমনকি থানায় যাওয়ার মতো কোনো সঠিক রাস্তাও অবশিষ্ট নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা ও বিভাগীয় প্রকৌশলী মো. শিপন সাধারণ মানুষের এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তারা জানান, উত্থাপিত সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, রেলওয়ের এই অব্যবস্থাপনা দূর করে সেবার মান নিশ্চিত করতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল