শাহারিয়ার ইকবাল:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার নানির কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
৮ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিকেলে তাকে পাওয়া যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আব্দুল মোমিন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে একটি শিশুকে একা ঘোরাঘুরি করতে দেখেন। প্রথমে তিনি ধারণা করেন, শিশুটি হয়তো তার অভিভাবকদের সঙ্গে কলেজ এলাকায় এসেছে। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কাউকে না পেয়ে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, শিশুটির নাম আব্দুল্লাহ। তার বাবা নেই এবং মা প্রায় চার মাস আগে বিদেশে গেছেন। বর্তমানে শিশুটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন তার নানি। তাদের বাসা ঢাকার আমতলী এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে খেলনা গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে শিশুটি মহাখালী এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে করতে একপর্যায়ে তিতুমীর কলেজের সামনে চলে আসে।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের সূত্র ধরে শিশুটির নানির সন্ধান পাওয়া যায়। পরে মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শিশুটিকে নিরাপদে তার নানির হাতে তুলে দেওয়া হয়।
এমআই