শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

টেক্সওয়ার্ল্ড নিউইয়র্ক ২০২৬-এ ১৫ জন প্রদর্শনকারীর সঙ্গে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
টেক্সওয়ার্ল্ড নিউইয়র্ক ২০২৬-এ ১৫ জন প্রদর্শনকারীর সঙ্গে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক টেক্সটাইল কমিউনিটি জোড় প্রস্তুতি নিচ্ছে জানুয়ারী ২২ থেকে ২৬ এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য টেক্সওয়ার্ল্ড ২০২৬ এ অংশগ্রহনের জন্য ।

জাভিতস কনভেনশন সেন্টারে এ প্রদশর্নী অনুষ্ঠিত হবে ।

বিশ্বের একটি অত্যন্ত প্রভাবশালী ও বৃহৎ টেক্সটাইল সোর্সিং ইভেন্ট হিসেবে স্বীকৃত এই আয়োজনের চলতি মৌসূম বৈশ্বিক অংশিদারিত্ব , নতুনত্ব ও আধুনিক ট্রেন্ডস এর সাথে পরিচিতির প্রত্যয় ব্যক্ত করছে ।

মেসে ফ্রাঙ্কফুর্ট ও টেক্সওয়ার্ল্ড এন ওয়াই সি যৌথ ভাবে আয়োজীত এই ইভেন্ট একই ছাদের নিচে জড়ো করছে শত শত আন্তর্জাতিক ফেব্রিক্স  সরবরাহকারী, অ্যাপারেল উৎপাদক, কারখানা যারা প্রদর্শণ করবে ক্যাজুয়াল কটন ও টেকনিকাল টেক্সটাইল থেকে নীট, লেইস সহ কাটিংএজ সাসটেইনেবল মেটেরিয়ালস ।

বাংলাদেশের টেক্সটাইল ও এ্যপারেল ইন্ডাস্ট্রিজ কে আন্তর্জাতিক প্লাটফর্মে পরিচিত করাতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো একটি কৌশলগত ও সক্রিয় ভূমিকা পালন করছে ।

ইপিবির সহায়তায় বাংলাদেশের ১৪ টি শীর্ষস্হানীয় প্রতিষ্ঠান তাদের সক্ষমতা ও নতুনত্ব উপস্হাপন করবে । এ প্রতিষ্ঠান গুলো হল গোল্ডেন টেক্স ,ব্লু এ্যারারেল, ‌হেরা সোয়েটার্‌স ,

পি এম সোর্সিং , এক্সকম ফ্যাশন , এ বি এ্যপারেলস ও ডিজাইন সোর্সিং ইন্টারন্যাশনাল কর্পরেশন ।

প্যারামাউনট টেক্সটাইল নামে আরেকটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অংশগ্রহন করছে।

বাংলাদেশের উদীয়মান টেক্সটাইল ও এ্যপারেল শিল্প, যা তৈরি পোষাক রপ্তানিতে তার শক্তি ও চাহিদার জন্য বিশ্বময় জনপ্রিয় । টেক্সওয়ার্ল্ড ইউ এস এ সৃজনশীল ও নতুনত্ব , টেকসই সোর্সিং ট্রেন্ড তৈরি ও অংশিদারিতব প্রতিষ্ঠায় একটি উপযুক্ত প্লাটফরম হিসেবে স্বীকৃত ।

পিকচার ক্যাপ্সহনঃ টেক্সওয়ার্ল্ড নিউইয়র্ক ২০২৫-এ টিম ম্যানুফ্যাকচারিং-এর উপস্থিতি

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল