ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার প্যালেন মেয়র আরিফুর রহমান মাসুমকে (৪৭) আটকে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শনিবার রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার তাকে নাটোরের কারাগারে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আরিফুর রহমান মাসুম নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে ছয়বার কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক ছিলেন। পৌরসভার প্রকৌশলী, কর্মচারী ও অপর কাউন্সিলরদের মারধরের ঘটনায় তিনি সমালোচিত হন। নাটোর পৌরসভার নিবার্চনে তার ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউকে তার বিরুদ্ধে নিবার্চনে দাঁড়াতে না দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া নাটোর থানা ও আদালতে তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, মারপিট ও অস্ত্র আইনে মামলা আছে।
জনতা মাসুমকে আটক করে রাজশাহীর চন্দ্রিমা থানায় সোপর্দ করে। তাকে আটকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে গতকাল রাত ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তার ফেসবুক পোস্টে মাসুমকে বিএনপি কর্মীরা ‘মব’ সৃষ্টি করে আটক করেছে বলে অভিযোগ করেন।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহীর চন্দ্রিমা থানা থেকে তাকে রোববার দুপুরে নাটোরে এনে একটি হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।