বাধন হুসাইন, হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার চারটি ইউনিটে প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি হিসেবে বিশ্ববিদ্যালয়টির আয় হয়েছে ৯ কোটি ৪৬ লাখ টাকার বেশি।
এবার আসনপ্রতি সবচেয়ে বেশি আবেদন পড়েছে D ইউনিটে। একটি আসনের জন্য ১১২ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আর সবচেয়ে কম আবেদন পড়েছে C ইউনিটে। বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা শেষ হয় ২৪ ডিসেম্বর। চারটি ইউনিটে মোট চুরানব্বই হাজার তিনশ পঁচাত্তর জন (৯৪,৩৭৫) শিক্ষার্থী আবেদন করেছেন।
গত ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। সে হিসেবে এবার গড়ে আসনপ্রতি আবেদন পড়েছে ৫২টিরও বেশি। সব মিলিয়ে ৯৪ হাজার ৩৭৫ জন শিক্ষার্থীর আবেদনের মাধ্যমে হাবিপ্রবির আয় হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা। এই আয় থেকে ভর্তি পরীক্ষাসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে। বাকি অর্থ বিশ্ববিদ্যালয়ের আয়ের খাতে যুক্ত হবে।
এর আগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন পড়েছিল ৭২ হাজার ৯৯৩টি। সে হিসেবে এবার ২১ হাজার ৩৮২টি বেশি আবেদন পড়েছে।
এবার ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে সবচেয়ে বেশি আবেদন পড়েছে D ইউনিটে, যেখানে আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৯৭ জন।
একে