নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।
নিহতরা হলেন— ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের দুই বছর বয়সী ছেলে মো. রিশান, রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং তার ছেলে মো. রাহাব (১৭)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রম শেষ হতে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে।
তিনি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের মরদেহ উত্তরার একটি বেসরকারি হাসপাতালে এবং একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতদের সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক দল কাজ করছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলার একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এটি বৈদ্যুতিক গোলযোগ না গ্যাস লিকেজ থেকে হয়েছে তা এখনো নিশ্চিত নয়।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো হয়।
একে