নিজস্ব প্রতিবেদক। সময় জার্নাল : শ্রমিকদের ঢাকায় ফেরার বিড়ম্বনা কমাতে বিধিনিষেধে কিছুটা ছাড় দিয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এ সুযোগে রাজধানীর সড়কে ঘুরছে আজ বাসের চাকা।
বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাও চলছে ঢাকার সড়কে। তবে বাস-অটোরিকশা দুটির সংখ্যা খুবই সীমিত। যেহেতু স্বল্প সময়ের জন্য বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে, তাই অনেক বাস মালিক এই স্বল্প সময়ের জন্য বাস সড়কে নামাননি।
শনিবার সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সময় জার্নাল/আরইউ