তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
“ দুঃখে যাদের জীবন কাটে, কষ্টে কাটে রাত, তাঁদের জন্য বাড়িয়ে দেবো ভালোবাসার হাত ” প্রতিপাদ্যকে সামনে রেখে দারিদ্র্য ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফুলকরি আসর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ আয়োজন করে সংগঠনটি।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়া উপস্থিত ছিলেন শাখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, শাখা রোভার স্কাউটস'র সভাপতি দিদারুল ইসলাম রাসেল ও সংগঠনটির পরিচালক আহনাফউজ্জামান, সহকারী পরিচালক মুবাশ্বির আলম, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হুসাইন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল, প্রকাশনা সম্পাদক শেখ ওয়েজ করুনী, সাংস্কৃতিক সম্পাদক আল আবিদ, পাঠাগার সম্পাদক নাহিদ ইসলাম, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ, মিডিয়াসহকারী সোহেব শেখসহ অন্যরা।
এসময় তারা ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ত্রিবেণী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ত্রিবেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিশুদেরকে হুডি ও টিশার্ট উপহার দেয়।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, বাচ্চারাই আগামীর ভবিষ্যৎ। এজন্য বাচ্চাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এরা যে আয়োজনটি করেছে সেটা আসলেই প্রশংসনীয়।
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাচ্চাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিকতা শেখানোর প্রতি গুরুত্ব দেবেন। এদেরকে সততা, সত্যবাদিতা, নিষ্ঠা, ঐকান্তিকতা, আন্তরিকতা, পরিশ্রম শেখাবেন। তাহলে শিশুগুলো সত্যিকারের মানুষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ফুলকুঁড়ি আসর এমন একটি সংগঠন যা ছাত্র-ছাত্রীদেরকে সঠিক পথে পরিচালিত করতে চায়। তারা যাতে পথভ্রষ্ট না হয়, বাবা-মা, আত্মীয়-স্বজনকে ও শিক্ষকদেরকে সম্মান করতে শিখে এবং সমাজে তার অধিকার, তার দায়িত্ব, কর্তব্য সম্পর্কেও সে সচেতন হয়, এজন্য কাজ করে। আজকে যে শীতবস্ত্র বিতরণ, শীতবস্ত্র শীতের উপহার প্রদান—সেটাও তারই একটা অংশ। তোমরা এই উপহারটুকু সাদরে গ্রহণ করবে এবং ফুলকুঁড়ির আগামী দিনের যাবতীয় কর্মকাণ্ডে, কার্যক্রমে তোমরা সুন্দরভাবে সম্পৃক্ত হবে সেই প্রত্যাশা রাখছি।
একে